তাহিরপুরে ভারতীয় কয়লাবাহী ট্রাকের চাপায় যুবক নিহত

সড়কে ভারতীয় পণ্যবাহী ট্রাক চলাচলে অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটে।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
ভারতীয় ট্রাকের চাপায় যুবক নিহত
ভারতীয় ট্রাকের চাপায় যুবক নিহত |নয়া দিগন্ত

সুনামগঞ্জের তাহিরপুরে ভারতীয় কয়লাবাহী একটি ট্রাকের চাপায় সোলেমান মিয়া (২১) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোলেমান চারাগাঁও গ্রামের মনা মিয়ার ছেলে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা বলেন, সড়কে ভারতীয় পণ্যবাহী ট্রাক চলাচলে অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

এ ধরণের দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর কার্যকর ব্যবস্থা নেয়া এবং নিহত যুবকের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি জানান তারা।

চারাগাঁও কয়লা আমদানিকারক সমিতির সিনিয়র সহ-সভাপতি শামসুল হক জানান, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে পরে খোঁজ নিয়ে জানতে পারেন, একটি ভারতীয় কয়লাবাহী ট্রাকের নিচে পড়ে এক যুবক নিহত হয়েছেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।