নারায়ণগঞ্জে বিকেএমইএর সভাপতিকে হেনস্থা : শ্রমিক লীগ নেতা আটক

রোমান আন্দোলনকারী ক্রোনী গ্রুপের শ্রমিকদের নেতৃত্বে ছিলেন। তিনি শ্রমিক লীগ নেতা পলাতক কাওসার আহমেদ পলাশের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত।

নারায়ণগঞ্জে বিকেএমইএর সভাপতি মো: হাতেমকে হেনস্থা
নারায়ণগঞ্জে বিকেএমইএর সভাপতি মো: হাতেমকে হেনস্থা |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করা শ্রমিকদের তোপের মুখে পড়েছেন বিকেএমইএ’র সভাপতি মো: হাতেম। শ্রমিকরা তার গাড়ি অবরোধ করে এবং হেনস্তা করে। এঘটনায় রোমান নামের একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) দুপুরে ফতুল্লার চানমারী এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এঘটনা ঘটে।

রোমান আন্দোলনকারী ক্রোনী গ্রুপের শ্রমিকদের নেতৃত্বে ছিলেন। তিনি শ্রমিক লীগ নেতা পলাতক কাওসার আহমেদ পলাশের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত।

জানা যায়, সোমবার দুপুর শ্রমিক লীগ নেতা রোমানের নেতৃত্বে প্রায় দেড় থেকে দুই শ’ শ্রমিক জেলা প্রশাসক কার্যালয়ে আসেন। তাদের হাতে একটি ব্যানার ছিল। সেই ব্যানারে লেখা ছিল ‘অবন্তী কালার টেক্সের (ক্রোনী গ্রুপ) প্রায় ১৫০০ শ্রমিকের অবৈধভাবে চাকুরিচ্যুত করা শ্রমিকদের পাওনা বুঝিয়ে দাও। শ্রমিকের অর্থ আত্মসাৎকারী ম্যানেজিং ডিরেক্টর আসলাম সানি ও চেয়ারম্যাস নীলা জাহানসহ বর্তমান কোম্পানির সিইও সাবেক রীবলাইন গার্মেস্টসের মালিক ওয়ারেন্টের আসামি হুমায়নকে দ্রুত গ্রেফতার করে শ্রমিকদের পাওনাসহ ক্ষতিপূরণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। আয়োজনে শ্রমিক কর্মচারীবৃন্দ।’

এসময় গার্মেন্টস ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম জেলা প্রশাসক কার্যালয় থেকে মিটিং শেষে বের হয়ে আসামাত্র তাকে পথরোধ করে শ্রমিকরা হৈ-হুল্লা করতে থাকেন। এক পর্যায়ে তাকে হেনস্তার চেষ্টা করেন। তখন ম্যাজিস্ট্রেট ও পুলিশ গিয়ে শ্রমিকদের শান্ত করে তাদের দাবি শুনেন।

এসময় বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘ক্রোনীর কোনো শ্রমিকের বেতন বকেয়া নাই আমার জানামতে। যদি কেউ বেতন পায় তাহলে তালিকা করে আমাদের কাছে দেন আমরা দ্রুত দিয়ে দিবো।’

মোহাম্মদ হাতেমের অভিযোগ, শ্রমিক লীগ নেতার ইন্দনে শ্রমিক অসন্তোষের চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, ‘পুলিশ একজন শ্রমিক লীগ নেতাকে তাৎক্ষণিক গ্রেফতার করেছে। আমরা সার্বিকভাবে চেষ্টা করছি শান্তিপূর্ণ পরিবেশে শ্রমিকদের পাওনা ঈদের আগেই বুঝিয়ে দেয়ার। আশা করি এবারই আনন্দঘন পরিবেশে শ্রমিকরা ঈদ করবে।’