সিলেটে আবারো ২ ট্রাক সাদাপাথর জব্দ

এ সময় দু’জনকে আটক করে দেড় লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটের সাদাপাথর
সিলেটের সাদাপাথর |নয়া দিগন্ত

কিছুদিন বিরতির পর আবারো সিলেটে লুট করা সাদাপাথর জব্দ করেছে পুলিশ। এ সময় দু’জনকে আটক করে দেড় লাখ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়।

সোমবার (২০ অক্টোবর) দিবাগত গভীর রাতে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে দুটি ট্রাকভর্তি ভাঙ্গা সাদাপাথর জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বগুড়ার নরুইল গ্রামের পটু মিয়ার ছেলে রেজওয়ান (২৭) ও কালিবালা গ্রামের কুকা মিয়ার ছেলে আরিফুল (৩৫)।

মঙ্গলবার বিকেলে দৈনিক নয়া দিগন্তকে এর সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রতন শেখ জানান, ট্রাকসহ দু’জনকে আটক করে উপজেলা ভূমি কর্মকর্তার হেফাজতে দেয়া হয়। মোবাইলকোর্টের মাধ্যমে আটক দু’জনকে ৭৫ হাজার করে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেয়া সাপেক্ষে তাদের ছেড়ে দেয়া হয়। পরে পাথর জব্দ করা হয়।