বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেছেন, ‘খালেদা জিয়া ও তারেক জিয়ার বাইরে আমরা সবাই কর্মী। দিন শেষে আমরা সবাই একই পরিবারের মানুষ, জিয়া পরিবারের মানুষ। শহীদ জিয়া যদি স্বাধীনতার ডাক না দিতেন, তাহলে দেশ স্বাধীন হতো না। পঁচাত্তরের পর শহীদ জিয়ার অবদানেই দেশে এখন অনেক দল।’
শুক্রবার (১ আগস্ট) রাতে মুন্সীরহাট হাইস্কুল মাঠে আয়োজিত ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক মো: কামরুল হুদা। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আলী আক্কাস।
জাকারিয়া তাহের সুমন চৌদ্দগ্রামের খানাখন্দে ভরা সড়কের বেহাল দশা উল্লেখ করে বলেন, ‘আগামী দিনে আপনাদের জন্য একটা মেডেল আছে। চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রী ছিল, মন্ত্রী ছিল কিন্তু এই রাস্তাগুলোতে চলা যায় না। আগামী দিনে যদি আপনারা কামরুল হুদার সাথে থাকেন, তিনি যদি এমপি নির্বাচিত হন তবে সর্বপ্রথম চৌদ্দগ্রামের এই রাস্তাগুলোর কাজ হবে।’
মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো: জালাল উদ্দীন মোল্লা’র সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোস্তফা জামান।
বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো: গিয়াস উদ্দিন, আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক ছুট্টু, মাওলানা জিয়াউর রহমান জেবু, আবদুর রাজ্জাক, মুন্সিরহাট ইউনিয়ন বিএনপির সদস্য ইউসুফ মজুমদার, বিএনপি নেতা মো: মুজিবুর রহমান মুজিব।
উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ দাউদ ও মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল হালিম ভূঁইয়া’র যৌথ সঞ্চালনায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতারা।