নাতির বাড়িতে আগুন দেখে স্ট্রোকে দাদির মৃত্যু

শনিবার দুপুরে উপজেলার পৌর এলাকার পেড়াবাড়িয়া মহল্লার নির্মাণশ্রমিক সাধন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

মো: আব্দুল আওয়াল, বাগাতিপাড়া (নাটোর)

Location :

Natore
অগ্নিকাণ্ডে গরু ও ছাগল পুড়ে মারা যায়
অগ্নিকাণ্ডে গরু ও ছাগল পুড়ে মারা যায় |নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ায় নাতির বাড়িতে আগুন দেখে হার্ট অ্যাটাকে দাদি মমতাজ বেগমের (৭৩) মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে অগ্নিকাণ্ডে একটি ষাঁড় গরু ও ৫টি ছাগল পুড়ে মারা গেছে।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার পৌর এলাকার পেড়াবাড়িয়া মহল্লার নির্মাণশ্রমিক সাধন আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঘটনার দিন দুপুরে সাধনের স্ত্রী লাকড়ির চুলায় রান্না করা অবস্থায় জরুরি প্রয়োজনে পাশের চাচা শ্বশুরের বাড়িতে যান। এ সময় চুলার আগুন পাশে থাকা শুকনো খড়িতে লেগে তা মুহূর্তেই রান্নাঘর ও পাশের গোয়াল ঘরে লেগে যায়। পরে এলাকাবাসী টের পেয়ে নিজেরা আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরবর্তী সময়ে দয়ারামপুর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। তবে দুর্ঘটনায় তাদের লক্ষাধিক টাকার গরু ও ৫টি ছাগল পুড়ে মারা যায়।

এদিকে নাতির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হয়ে পড়েন তার দাদি। পরে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় বলে জানানো হয়।

দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘অগ্নিকাণ্ডের খবরটি একটু দেরিতে পেয়েছিলেন। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন বলেন, ‘ঘটনা শুনতে পেয়ে তাৎক্ষণিকভাবে ওই বাড়িতে গিয়ে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। এছাড়া আগামীকাল টিন ও আরো কিছু সহায়তা দেয়ার কথা বলা হয়েছে।’