নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

দিনের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বে-সরকারি ভবন, বাসাবাড়ি ও দোকানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে
দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের ডিসপ্লে |নয়া দিগন্ত

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনায় বিজয় দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বে-সরকারি ভবন, বাসাবাড়ি ও দোকানগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

একই সময়ে কালেক্টরেট প্রাঙ্গণে ২১ বার তোপধ্বনি করা হয়। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্ববক অর্পণ করা হয়। সকাল ৮টার দিকে স্থানীয় স্টেডিয়াম মাঠে ছাত্র-ছাত্রীদের কোচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে অভিবাদন গ্রহণ করেন জেলা প্রশাসক মো: সাইফুর রহমান ও পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম।

অতিথি হিসেবে জেলা জামায়াতের আমিরসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে জামায়াতে ইসলামের যুব বিভাগ শহরে বিজয় র‌্যালি বের করে। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী রুহের মাগফিরাত কামনা করে মসজিদ ও মন্দিরসহ বিভিন্ন উপসানালয়ে মোনাজাত ও প্রার্থনা করা হয়। এছাড়া পুরনো ক্যালেক্টরেট মাঠে তিন দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হচ্ছে।