রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ২০ শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে চিরবিদায় নেয়া সাহসী শিক্ষিকা মাহরিন চৌধুরীর কবরে শ্রদ্ধা জানিয়েছে নীলফামারীর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
বুধবার (২৩ জুলাই) দুপুরে জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়ার পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান।
এ সময় পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান বলেন, ‘তিনি ছিলেন মানবিক, সাহসী ও অনুকরণীয় একজন শিক্ষক। তার আত্মত্যাগ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘মাহরিন চৌধুরীর সাহসিকতা আমাদের গর্বিত করেছে। তার আত্মত্যাগ এই প্রজন্মের জন্য একটি অনন্য দৃষ্টান্ত।’
শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জায়িদ ইমরুল মোজাক্কিন, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মো: সাজ্জাদ হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিধ্বস্ত হলে স্কুলের একটি ভবনে আগুন ধরে যায়। এ সময় ওই ভবনে ক্লাশ করছিলেন শিক্ষার্থীরা। তাদের মধ্যে অন্তত ২০ জনকে আগুন থেকে উদ্ধার করেন মাহরিন চৌধুরী। পরে তিনি নিজে আর বের হতে পারেননি।