বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গঙ্গা-পদ্মার পানির ন্যায্য অধিকার যতদিন পর্যন্ত আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে সমন্বয় কমিটি চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত গণসমাবেশ কর্মসূচিতে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পানির ন্যায্য হিস্যা না পাওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। আর বিএনপি ক্ষমতায় গেলে গঙ্গা ব্যারাজ নির্মাণ করে পানি আটকে রেখে শুষ্ক মৌসুমে কৃষকদের ফসল বাঁচানো হবে।’
তিনি বলেন, ‘আজকের সমাবেশের উদ্দেশ্য একটাই— পদ্মা বাঁচাতে হবে। দেশ বাঁচাতে হবে।’
ভারতকে বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
গণসমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী হারুনুর রশিদের সভাপতিত্বে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: শাহজাহান মিঞা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো: মিজানুর রহমান মিনু, বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ-সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল ইসলামসহ রাজশাহী জেলার বিভিন্ন আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলার বিভিন্ন ইউনিটের বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিপুলসংখ্যক স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ আর কৃষির প্রধান উপাদান হচ্ছে পানি। দেশ বাঁচাতে হলে কৃষি বাঁচাতে হবে, নদী বাঁচাতে হবে।’
‘এজন্য ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। আগামীতে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে তারেক রহমানের নেতৃত্বে আন্তর্জাতিক সব অধিকার আদায় করা হবে।’
গণসমাবেশে ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই; পদ্মা বাঁচাতে ঐক্য গড়ি; আমাদের গঙ্গা-পদ্মা, আমাদের অধিকার-নানা স্লোগান ছিলো সবার মুখে।’
সূত্র : বাসস



