মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার এক মাদক মামলায় আসামি অপু ডিক্রশকে (২৯) দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অপর আসামি মোহাম্মদ জুয়েলকে (২৮) তিন বছরের সশ্রম কারাদণ্ডসহ উভয়ের ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
রোববার (২০জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। রায় প্রদানের সময় আসামিরা অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানার নির্দেশ দিয়েছেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো: বুলবুল আহমেদ।
দণ্ডপ্রাপ্ত আসামি অপু ডিক্রশ সিরাজদিখান উপজেলার মজিদপুর গ্রামের তরুণ ডিক্রশের ছেলে। অপর আসামি জুয়েল একই উপজেলার বড় শিকারপুর গ্রামের শামসুল শেখের ছেলে।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৯ ডিসেম্বর দুপুরে সিরাজদিখান থানার পুলিশের মাদকবিরোধী অভিযান চলছিল। এ সময় উপজেলার সৈয়দপুর বাজারের এমদাদের গ্রেজের পাশে রাস্তার ওপর ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করছিল আসামিরা। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করে পুলিশ।
সে সময় আসামি অপু ডিক্রশের কাছ থেকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেট ও আসামি জুয়েলের কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিরাজদিখান থানার এসআই সাইফুল ইসলাম ঘটনার দিন সিরাজদিখান থানায় মামলা করে আসামিদের আদালতে প্রেরণ করেন। নয় বছর বিচারাধীন থাকা মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের দোষী সাব্যস্ত করে আদালত এ রায় ঘোষণা করেন।
এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন জানান, মাদক আইনের একটি ধারায় আসামি অপুকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অপর আসামি জুয়েলকে দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ডসহ উভয় আসামিকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায় আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। আদালতের রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি পোষণ করছি।