নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমা উপজেলার পৌর এলাকার আদমপুরে সোনারগাঁও থানা ও পৌর বিএনপির পক্ষ থেকে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক চয়ন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির সহ সভাপতি মো: আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক মো: জসিম মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শ্যামল, পৌরসভা জাসাস এর সভাপতি এম.এ হালিম, সাধারণ সম্পাদক জলিল হোসেন, দফতর সম্পাদক মিজানুর রহমান, পৌর যুবদল নেতা আখতার জামান,শাহীন চৌধুরী, নূরুল ইসলাম, রাহিম, মামুন প্রমূখ।
দোয়া ও মিলাদ শেষে উপস্থিত সবার জন্য গণভোজের আয়োজন করা হয়।



