চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় ৭ মামলার আসামি ছাত্রলীগ নেতা রাশেদকে (২৬) মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আজ দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের একটি মাঠে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের মো: সানিরুল ইসলামের ছেলে ছাত্রলীগ নেতা রাশেদ (২৬) পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহীদ তিতুমির বলেন, এলাকায় সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে রাশেদের জড়িত থাকার একাধিক অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়াও তার বিরুদ্ধে মাদকসহ ৭টি মামলা চলমান আছে। বর্তমানে তাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে।