লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদক ও অনলাইন জুয়ায় সর্বস্বান্ত যুবসমাজ উল্লেখ করে এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে অভিভাবক ও স্থানীয় সচেতন মহলসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার সুপার মার্কেট এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জানা যায়, লালমনিরহাটে কালিগঞ্জ উপজেলায় মাদক ও অনলাইন জুয়া সবচেয়ে বেশি সঙ্ঘটিত হয়। প্রতিদিন যুবসমাজ নতুন করে মাদক অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত হচ্ছে।
মানববন্ধনে বক্তারা প্রতিবাদ জানিয়ে বলেন, আমরা আমাদের আগামী প্রজন্মকে মাদক ও জুয়ার ভয়াল ছোবল থেকে রক্ষা করতে চাই। সম্প্রতি এ উপজেলার বিভিন্ন এলাকায় অনলাইন জুয়া ও মাদক সেবনের প্রবণতা বেড়ে গেছে। যা সামাজিক ও পারিবারিক জীবনে অস্থিরতা সৃষ্টি করছে।
তারা বলেন, অনলাইন ক্যাসিনো জুয়াসহ সকল ধরনের জুয়া বর্তমানে সামাজিক অবক্ষয়ের প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে। জুয়ায় আসক্ত একজন মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজ এ জুয়ার কারণেই শত শত সংসার ভেঙে যাচ্ছে। এখনই যদি এ অনলাইন জুয়া ও মাদক বন্ধে সরকার কোনো উদ্যোগ গ্রহণ না করে তবে সামনের দিনে আরো চরম খারাপ পরিস্থিতির শিকার হবে যুব সমাজ।
এছাড়া যুব সমাজকে রক্ষা করতে মাদককারবারি ও জুয়াড়িদের দ্রুত গ্রেফতার করে মাদক ও জুয়া নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।



