চট্টগ্রামের ডিসির সাথে জেলা জামায়াত নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ

‘অতীতে দায়িত্ব পালনকালে আপনাদের দলের সহযোগিতা পেয়েছি। চট্টগ্রামের দায়িত্ব পালনেও আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আশা করছি। সবার সহযোগিতায় চট্টগ্রামকে ঢেলে সাজাতে চাই।’

চট্টগ্রাম ব্যুরো

Location :

Chattogram
ডিসির সাথে জেলা জামায়াত নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ
ডিসির সাথে জেলা জামায়াত নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ |নয়া দিগন্ত

চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সাথে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

সোমবার (২৪ নভেম্বর) এ সাক্ষাৎকালে জেলা প্রশাসককে উপহার তুলে দেন প্রতিনিধিদল।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমির আনোয়ারুল আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, সহকারী সেক্রেটারি ও চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছের, সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হকসহ জেলার নেতাকর্মীরা।

সৌজন্য সাক্ষাৎকালে নেতাকর্মীরা জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, শান্তি-সম্প্রীতি, দেশপ্রেম ও নাগরিক অধিকার রক্ষায় জামায়াতের অগ্রণী ভূমিকা অবিস্মরণীয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরতন্ত্রের পতনের পর রাষ্ট্র পুনর্গঠনেও জামায়াতের গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

এ সময় নেতাকর্মীরা জেলার সার্বিক বিষয়ে ডিসিকে অবহিত করেন। জেলা প্রশাসক তাদের কথা গুরুত্বসহকারে শুনেন।

প্রতি উত্তরে আশ্বস্ত করে ডিসি বলেন, ‘অতীতে দায়িত্ব পালনকালে আপনাদের দলের সহযোগিতা পেয়েছি। চট্টগ্রামের দায়িত্ব পালনেও আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আশা করছি। সবার সহযোগিতায় চট্টগ্রামকে ঢেলে সাজাতে চাই।’

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই দায়িত্ব গ্রহণ করেন। ইতোপূর্বে তিনি রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলায় ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।