চট্টগ্রামে সিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে ছাত্রলীগের মিছিল

প্রত্যক্ষদর্শীরা বলেন, নগরীর এমএম আলী রোডের মুখে জড়ো হয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন ২০ থেকে ২৫ জন। তাদের হাতে একটি ব্যানার ছিল। সেখানে লেখা, ‘শেখ হাসিনা ফিরবেই, বিজয় আসবেই।’

আরফাত বিপ্লব, চট্টগ্রাম ব‍্যুরো

Location :

Chattogram
সিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে ছাত্রলীগের মিছিল
সিএমপি কমিশনারের কার্যালয়ের সামনে ছাত্রলীগের মিছিল |সংগৃহীত

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কার্যালয়ের সামনের সড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরীর খুলশী থানার সিডিএ অ্যাভিনিউ সড়কে এ মিছিল হয়েছে।

এ ঘটনার কিছুক্ষণ পর দুপুরে সাংবাদিকরা চট্টগ্রামে সফররত স্বরাষ্ট্র উপদেষ্টা লে: জেনারেল (অব:) জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে চট্টগ্রাম পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনের সড়কে বুধবার ছাত্রলীগের ঝটিকা মিছিল সম্পর্কে প্রশ্ন করেন। ওই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আজ ঢাকায় মিছিল হয়েছে। আমরা চেষ্টা করছি তাদের আইনের আওতায় আনতে। নির্বাচনের সময় মিছিলের সংখ্যা বাড়বে, সবাই মাঠে নামবে। তবে ছোটখাটো এসব (ছাত্রলীগের) মিছিল আর হবে না।’

প্রত্যক্ষদর্শীরা বলেন, নগরীর এমএম আলী রোডের মুখে জড়ো হয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন ২০ থেকে ২৫ জন। তাদের হাতে একটি ব্যানার ছিল। সেখানে লেখা, ‘শেখ হাসিনা ফিরবেই, বিজয় আসবেই।’

ব্যানারের নিচে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাম লেখা ছিল। তবে দামপাড়া ব্যাসস্ট্যান্ডে একটি পুলিশের গাড়ি দেখে তারা পালিয়ে যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যানার নিয়ে স্লোগান দিয়ে মিছিল করছেন ২০ থেকে ২৫ জন।