নাটোরে বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ঝাড়ু মিছিল

মেয়েরা যেমন ঘরের সকল কাজ করতে পারে, ঠিক তেমনি রাস্তায় নেমে আন্দোলনও করতে পারে। আমাদের নেতা দুলু ও নেত্রী ছবির বিরুদ্ধে ফেসবুকের ফেক আইডি থেকে মিথ্যা অপবাদ প্রচার করা হচ্ছে।

নাটোর প্রতিনিধি

Location :

Natore Sadar
ঝালু মিছিল
ঝালু মিছিল |নয়া দিগন্ত

বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবিকে নিয়ে ফেসবুকে কটুক্তি ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝাড়ুমিছিল করেছে স্থানীয় জাতীয়তাবাদী মহিলা দল।

শনিবার (২৪ মে) বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের সদস্যরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করে। ঝাড়ুমিছিলটি শহরের আলাইপুর নেসকো অফিসের সামনে থেকে শুরু হয়। এরপর শহরের নিচাবাজারে নাটোর প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

দুলু সাবেক প্রতিমন্ত্রী ছিলেন। আর তার স্ত্রী ছবি ২০০৮ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদরে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের নাটোর জেলা সভাপতি সাবেক এমপি সুফিয়া হক, সাধারণ সম্পাদক রুপালি বেগম, সহ-সভাপতি সুফিয়া বেগ ও মায়া আক্তার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মেয়েরা যেমন ঘরের সকল কাজ করতে পারে, ঠিক তেমনি রাস্তায় নেমে আন্দোলনও করতে পারে। আমাদের নেতা দুলু ও নেত্রী ছবির বিরুদ্ধে ফেসবুকের ফেক আইডি থেকে মিথ্যা অপবাদ প্রচার করা হচ্ছে।

এ সময় তারা এ সকল ফেইক আইডি চিহ্নিত করে সংশ্লিষ্টদেরকে আইনের আওতায় আনার দাবি জানান।