সাভারে ব্যবসায়ীর লাশ উদ্ধার

সাভারের বিরুলিয়ায় হাউজিং ব্যবসায়ী আবু হানিফের লাশ উদ্ধার করেছে পুলিশ; ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভারে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ
সাভারে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ |প্রতীকী ছবি

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

ঢাকার সাভারে আবু হানিফ (৪০) নামের এক হাউজিং ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সাভারের বিরুলিয়া ফাঁড়ি ইনচার্জ (এসআই) আব্দুল ওহাব এ তথ্য জানান। এর আগে শনিবার রাতে বিরুলিয়ার বেড়িবাঁধের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

আবু হানিফ বরিশাল জেলার মুলাদী থানার মরহুম হারুন শেখের ছেলে। হানিফ হাউজিং ব্যবসার পাশাপাশি ছোট বাচ্চাদের পড়াশুনা করাতেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টার সময় রাজধানী মোহাম্মদপুরের ভাড়া বাসা থেকে বের হন তিনি। পরে ফিরে না এলে পরিবারের লোকজন তার সন্ধানে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। রাতে বেড়িবাঁধের নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এসআই আব্দুল ওহাব জানান, ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে লাশটি পাঠানো হয়েছে।

Topics