মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করীম বলেছেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে সুস্থ বিনোদনের বিকল্প নেই। এটি আমাদের সময়ের সবচেয়ে জরুরি বাস্তবতা।’
তিনি বলেন, ‘সুস্থ বিনোদন যুব সমাজকে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করে এবং অবৈধ নেশা থেকে দূরে রাখে। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও বই পড়ার মতো ইতিবাচক কর্মকাণ্ড সমাজে আনন্দ ছড়ায়। এজন্য পরিবার, বিদ্যালয় ও কমিউনিটি মিলে বিনোদনের সুযোগ বাড়াতে এগিয়ে আসতে হবে।’
বুধবার (১০ ডিসেম্বর) জামায়াতের মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ী উপজেলার যশলং ইউনিয়ন শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক এ বি এম ফজলুল করীম বলেন, ‘যুবকদের মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস গঠনে সুস্থ বিনোদনের ভূমিকা অপরিসীম। আল্লাহ চাইলে আমরা দায়িত্ব পেলে নেশামুক্ত সুন্দর সমাজ গড়তে ইতিবাচক বিনোদনের প্রসার ঘটাব ইনশাল্লাহ।’
এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতের টঙ্গিবাড়ী উপজেলার নায়েবে আমির মাওলানা আব্দুর রহিম, সেক্রেটারি মাওলানা কাজি ইকবাল হোসাইন,
যশলং ইউনিয়নের সভাপতি হাবিবুল্লাহ তাহজীব, সেক্রেটারি শাকিল মোল্লাসহ স্থানীয় জামায়াত কর্মী ও সমর্থকরা।



