ঈশ্বরগঞ্জে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় এবার নামে মানুষের ঢল।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Ishwarganj
ঈশ্বরগঞ্জে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল
ঈশ্বরগঞ্জে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মানুষের ঢল |নয়া দিগন্ত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় নামে মানুষের ঢল। এবার বৈশাখের এই বর্ণিল শোভাযাত্রার প্রতিপাদ্য ছিলো—‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান।’

সোমবার (১৪ এপ্রিল) উপজেলা পরিষদের সামনে থেকে সকাল সাড়ে ৯টার দিকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়। পরে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদের সামনে এসে শেষ হয়।

ওই সময় শোভাযাত্রায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি যুক্ত হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রায় বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানও ছিল শোভাযাত্রায়।

শোভাযাত্রায় প্রতীকীভাবে বাংলা ও বাঙালির ঐতিহ্যকে তুলে ধরা হয়। আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য-সংস্কৃতিকে ও প্রাচীন রাজাদের শাসনামল ধারণ করে ব্যতিক্রমী আয়োজনে বর্ষবরণ আনন্দ যাত্রায় অংশ নেয় ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব।

এছাড়া গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্য লাঙল-জোয়াল,মাছ ধরার পলো,কৃষকের গোয়ালঘরের মশা তাড়ানোর ব্যানি (খড়ের আঁটি), গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী হুক্কাসহ নানা অনুষঙ্গ ছিল শোভাযাত্রায়।

শোভাযাত্রা শুরুর পারম্ভে উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম-বাংলার ঐতিহ্য পান্তাভোজের আয়োজন করা হয়।

বেলা ১১টার দিকে চিত্রাঙ্কন, রচনা ও কবিতা আবৃত্তিতসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দুপুর ১২টার দিকে রশিটান ও হাড়িভাঙ্গা প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন সুশীল সমাজের লোকজন। সবশেষ উপজেলা পরিষদ চত্বরে এক মনোজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।