পটুয়াখালী জেলা যুবদলের কমিটি বিলুপ্ত

যুবদল পটুয়াখালী জেলায় ২০১ সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি।

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Patuakhali
নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলায় ২০১ সদস্য বিশিষ্ট কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। সোমবার এ সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন জেলা যুবদলের সাবেক সভাপতি ‌মো: ম‌নিরুল ইসলাম লিটন।

কেন্দ্রীয় যুবদলের দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত চিঠিতে দেখা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থী কাজে সম্পৃক্ততায় মেয়াদোত্তীর্ণ পটুয়াখালী জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা হলো মর্মে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

২০১৮ সালে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি ‌মো: ম‌নিরুল ইসলাম লিটন ও তৌ‌ফিক আলী খান ক‌বিরকে সাধারণ সম্পাদক করে ২০১ সদস্য বিশিষ্ট জেলা যুবদলের আহ্বায়ক কমিটি করা হয়েছিল। তবে সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ততা কম থাকায় তৌ‌ফিক আলী খান ক‌বিরকে ২০২২ সালে অব্যাহতি দেয় কেন্দ্রীয় যুবদল। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিপলু খান।

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে সাধুবাদ জানান জেলা যুবদলের সাবেক সভাপতি মো: ম‌নিরুল ইসলাম লিটন।