পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে বর্তমানে পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। গত দু’দিন ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে, ফলে সাধারণ মানুষ, শ্রমজীবী ও পর্যটকরা ভয়াবহ দুর্ভোগে পড়েছেন।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টায় গভীর নিম্নচাপটি পায়রা সমুদ্র বন্দর থেকে প্রায় ৭৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপটির কারণে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। এর ফলে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া এবং মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় পায়রাসহ দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। একইসাথে গভীর সমুদ্রে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলোকে দ্রুত উপকূলে ফিরে আসার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি উপকূলের কাছাকাছি এলাকায় সাবধানে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলেরা সাগরে মাছ ধরতে না গিয়ে উপকূলেই অবস্থান করছেন। ঝড়ো হাওয়ার কারণে সমুদ্রগামী নৌ-যান ও লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে কুয়াকাটা সৈকতে আগত পর্যটকরাও বৃষ্টির কারণে নানা ভোগান্তির মুখে পড়েছেন।
পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের এক কর্মকর্তা জানান, ‘গভীর নিম্নচাপের গতিপথ পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতি আরো খারাপ হলে সতর্ক সংকেত বাড়ানো হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’