বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো: নূরুল হক বলেছেন, ‘ছাত্র-জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। তাই ইনসাফপূর্ণ রাষ্ট্র গড়তে মাদরাসা ছাত্রদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, বিচারপতি, সেনাপতিসহ প্রশাসনে জায়গা করে নিতে হবে। এতে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে।’
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে শহরের পৌর শহীদ টিটু মিলনায়তনে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল হক বলেন, ‘বিগত সরকারের আমলে লাখ লাখ কোটি কোটি টাকা এ দেশ থেকে পাচার হয়েছে। কিন্তু দুর্নীতি, অনিয়মের সাথে কোনো মাদরাসা ছাত্র জড়িত নয়। কারণ দ্বীনি শিক্ষায় শিক্ষিতরা কোনো অন্যায় কাজের সাথে জড়িত হতে পারে না। তাদের মধ্যে সবসময় খোদাভীতি কাজ করে।’
তিনি বলেন, ‘বিগত ১৬ বছর মাদরাসা শিক্ষাকে অবহেলা করা হয়েছে। বর্তমান সরকার এখন মাদরাসা শিক্ষার বিরাজমান সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করছে।’
বগুড়া সিটি আইডিয়াল দাখিল মাদরাসা, বগুড়া ক্যাডেট ইন্টারন্যাশনাল মাদাসা ও বগুড়া ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: মহাতাব হোসেন, বগুড়া জেলা শিক্ষা অফিসার মো: রমজান আলী আকন্দ, ইবনে সিনা মেডিক্যাল কলেজের প্রভাষক ডা: মুহাম্মাদ উমর হাসান ছিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, বগুড়া পৌর সভার সাবেক কাউন্সিলর অধ্যক্ষ এরশাদুল বারী এরশাদ।
অনুষ্ঠানে সাবেক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ছাড়াও অভিভাবক সমাবেশ, ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। শেষে দোয়া পরিচালনা করেন বগুড়া কেন্দ্রীয় (বড়) মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আব্দুল কাদের।



