বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়ার শ্যামলী পাড়া বাসস্ট্যান্ডের পাশে নির্মাণাধীন মডেল মসজিদের সামনের মহাসড়কে দ্রুতগতির তেলের লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী শফিকুল ইসলাম (৪৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার বড়খাল গ্রামের মরহুম সোহরাব আলীর ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের তাড়াশ শাখার একজন কর্মী ছিলেন। সাপ্তাহিক ছুটিতে তার স্ত্রী মুক্তি সিকদারের সাথে দেখা করতে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুরে আসছিলেন। মুক্তি সিকদার ব্র্যাকের লাহিড়ী মোহনপুর শাখায় কর্মরত আছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নির্মাণাধীন উল্লাপাড়া বাস টার্মিনালের পাশে থাকা মডেল মসজিদের জন্য রাস্তার ওপর ফেলে রাখা পাথর ও বালির স্তুপে মোটরসাইকেলের চাকা পিছলে পড়ে যায়। এ অবস্থায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির তেলের লরির সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
উল্লাপাড়া থানার এসআই সেলিম মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করে শফিকুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।