নারায়ণগঞ্জ-৩ আসন

সোনারগাঁওয়ে এক মঞ্চ থেকে ইসলামী দলের প্রার্থীদের ঐক্যের ঘোষণা

‘আমাদের প্রতীক যাই হোক, লক্ষ্য এক- ধর্মীয় মূল্যবোধ রক্ষা করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। সোনারগাঁওবাসীর ভালোবাসাই আমাদের শক্তি।’

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
সোনারগাঁওয়ে এক মঞ্চ থেকে ইসলামী দলের প্রার্থীদের ঐক্যের ঘোষণা
সোনারগাঁওয়ে এক মঞ্চ থেকে ইসলামী দলের প্রার্থীদের ঐক্যের ঘোষণা |ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে এক মঞ্চে দেখা গেলো ইসলামী দলের সংসদ সদস্য প্রার্থীদের। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসলামী ৮ দলীয় জোটের কার্যক্রম জোরদারে ঐক্যবদ্ধ হয়েছেন।

মঙ্গলবার রাতে প্রার্থীরা নির্বাচনী মাঠে নিজেদের উপস্থিতি শক্তভাবে জানান দিতে সোনারগাঁওয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের হামছাদী এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে এক যৌথ আলোচনা সভা মিলিত হয়। সভায় জোটভুক্ত পাঁচ দলের এমপি পদপ্রার্থী একত্রে বসে নির্বাচনে শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।

যৌথ আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো: ইকবাল হোসাইন ভূঁইয়া, খেলাফত আন্দোলনের প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সি, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শাহজাহান শিবলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: ফারুক আহমেদ মুন্সী, খেলাফত মজলিসের প্রার্থী মুফতি সিরাজুল ইসলামসহ স্থানীয় পাঁচ দলের থানা আমির, সেক্রেটারি এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা সাধারণ মানুষ।

সভায় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনে ইসলামী ৮ দলীয় ঐক্যজোটের সম্মিলিত অংশগ্রহণ জনগণের প্রত্যাশার প্রতিফলন।

তারা আরো বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য এ ঐক্যের বিকল্প নেই।

প্রার্থীরা বলেন, মহান আল্লাহ জনগণের এই ঐক্য কবুল করুন। এবার ইসলামপন্থী শক্তিই সংসদে দায়িত্ব নেবে, এটাই আমাদের বিশ্বাস।

প্রার্থীরা আরো বলেন, আমাদের প্রতীক যাই হোক, লক্ষ্য এক- ধর্মীয় মূল্যবোধ রক্ষা করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। সোনারগাঁওবাসীর ভালোবাসাই আমাদের শক্তি।