বরগুনার পাথরঘাটায় গত ১২ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনে মৃত্যু হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার রাখাল বিশ্বাস অপূর্ব এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
ডেঙ্গুতে মৃত্যু হওয়া চারজনের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। তারা হলেন উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ঘুটাবাছা এলাকার সুজন ঢালীর মেয়ে শুক্লা ঢালী (১৩), আমড়াতলা এলাকার সেলিম মিয়ার ছেলে হাসান (২৫)। কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা এলাকার নাসির মোল্লার ছেলে সিদ্দিক মোল্লা (৪৫), পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিত এলাকার আব্দুর রশিদ মোল্লার স্ত্রী নুরজাহান বেগম (৭৫)।
স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা গেছে, গত এক সপ্তার ধরে পাথরঘাটে এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টি থামার পরেই রোদের দেখা দিয়েছে, আর এর পর থেকেই ডেঙ্গুর আক্রমণ বেড়ে গেছে। ডেঙ্গু আক্রান্ত রোগীরা যে পরিমাণ ডেঙ্গু রোগী পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হচ্ছে তাতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে।
কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার রাখাল বিশ্বাস অপূর্ব জানান, বৃষ্টি যখন থেকে কমছে তখন থেকেই শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ডেঙ্গু রোগীর চাপ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত জ্বর নিয়ে রোগী আসছে চিকিৎসা নিতে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চিকিৎসা দিতে, তবে পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। কিছুতেই তা নিয়ন্ত্রণে আসছে না। এভাবে চলতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে।