খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

রাত সোয়া ৯টার দিকে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া বাজারে এ ঘটনা ঘটে।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
খুলনার ম্যাপ
খুলনার ম্যাপ |ফাইল ছবি

খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তের গুলিতে ইমদাদুল হক মলিন (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ সময় দেবাশীষ বিশ্বাস (৩০) নামে আরো একজন আহত হন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ইমদাদুল শলুয়া গ্রামের মো: বজলুর রহমানের ছেলে এবং শলুয়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। আহত দেবাশীষ একই গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ইমদাদুল ও দেবাশীষ শলুয়া বাজারের একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা তিন দিক দিয়ে ঘিরে প্রথমে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। পরে তারা ইমদাদুলের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করেন। এতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। চলে যাওয়ার সময় দুর্বৃত্তরা আরেকটি গুলি করলে সেটি দেবাশীষের মাথায় লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহজাহান আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।