মিরসরাইয়ে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে মা-ছেলের মৃত্যু

মিরসরাইয়ের রোববার (২৬ অক্টোবর) দুপুরে পিকআপ ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে মা ও ছেলে নিহত এবং তিনজন আহত হয়েছেন।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে মা-ছেলের মৃত্যু
মিরসরাইয়ে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে মা-ছেলের মৃত্যু |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ের পিকআপ ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে মা রাবেয়া বেগম (৩৫) ও ছেলে মোহাম্মদ হোসেন (১০) নিহত এবং তিনজন আহত হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার করেরহাট-খাগড়াছড়ি সড়কের করেরহাট ফরেস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার বাগানবাজার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর শান্তিনগর গ্রামের জাকির হোসেনের স্ত্রী রাবেয়া বেগম এবং ছেলে মোহাম্মদ হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জান গেছে, দুর্ঘটনায় নিহত রাবেয়া বেগম এবং ছেলে মোহাম্মদ হোসেন সিএনজি অটোরিকশাযোগে বারইয়ারহাট যাচ্ছিলেন। বারইয়ারহাট থেকে তারা চট্টগ্রাম শহরে তার অসুস্থ মেয়েকে দেখতে যাওয়ার কথা ছিল। পথিমধ্যে তারা করেরহাট-খাগড়াছড়ি সড়কের করেরহাট ফরেস্ট অফিস এলাকায় পিকআপ চাপায় ঘটনাস্থলে নিহত হন।

নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে নেয় জোরারগঞ্জ থানা পুলিশ।

আহতদের উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলেন- রামগড় উপজেলার কৌচিয়া গ্রামের আনজু বেগম (৪৫), তার ছেলে নাহিদুল ইসলাম (৩), নোয়াখালী জেলার চরজব্বার থানার চরপাড়া উল্ল্যাহ গ্রামের রুহুল আমিনের ছেলে রাশেদ (২০)। আহতদের মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো: নূরে আলম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। পিকআপটি উদ্ধারে তৎপরতা চলছে।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, ‘নিহতদের লাশ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরবর্তীতে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’