মুন্সীগঞ্জে বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু

মুন্সীগঞ্জের কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে একদিনে চারজনের মৃত্যু হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু
মুন্সীগঞ্জে বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে একদিনে চারজনের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষাক্ত মদপানেই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরো তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত পর্যায়ক্রমে তারা মারা যান।

মৃতরা হলেন— কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালী ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)। এ ছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, ‘রাতের আঁধারে মদ ব্যবসা বন্ধ না হওয়ায় এমন মর্মান্তিক ঘটনা ঘটছে। তারা এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।’

কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আনিছুর রহমান স্থানীয়দের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘অতিরিক্ত ও বিষাক্ত মদপান করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।’

টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, ‘আমরা এ ধরনের কোনো তথ্য পাইনি। খোঁজ নেয়ার চেষ্টা চলছে।’