গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাফিজ মাতুব্বর (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহারাজপুর ইউনিয়নের খন্দকারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
হাফিজ মাতুব্বর খন্দকারকান্দি গ্রামের শওকত মাতুব্বরের ছেলে।
সূত্রে জানা গেছে, খন্দকারকান্দি ঈদগাহের পাশের একটি পুকুরে মা লইজু বেগমের সাথে গোসল করতে যায় শিশু হাফিজ। গোসলের সময় হঠাৎ পুকুরের সিঁড়ি থেকে পা পিছলে পানিতে তলিয়ে যায় সে। মা বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।