বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিপরীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন ঘোষণা করেছে সাবেক বিকল্প ধারা প্রার্থী আব্দুল্লাহ-আল-ওয়াকির নাম।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এ নাম ঘোষণা করেন।
এর আগে এনসিপির পক্ষ থেকে ঘোষণা করা হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদ জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সিনিয়র নেতাদের আসনে প্রার্থী দেবে না এনসিপি।
এ আসনে জামায়াতে ইসলামী গত ৬ মাস আগেই বগুড়া শহর আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলকে দলের প্রার্থী ঘোষণা করেছে।
মনোনয়ন ঘোষণার পর এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকি বলেন, ‘এটা নিঃসন্দেহে আনন্দের খবর। আমি প্রচারণার প্রস্তুতি নিয়েছি। আশা করছি দল–মত নির্বিশেষে সবার সহযোগিতা পাবো।’
তিনি বলেন, ‘আমি ২০০৮ সালে বিকল্প ধারা থেকে বগুড়া-৬ আসনে নির্বাচন করেছি। আমি এনসিপির একজন শুভাকাঙ্ক্ষী এবং সদস্য। আমার দলীয় অন্য কোনো পদ পদবী নেই।



