প্রতিমা বিসর্জন দিতে গিয়ে মদ্যপান, মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু

দশমীর দিনে বান্ধবীদের সাথে প্রতিমা বিসর্জন উপলক্ষে বেড়াতে বের হয়। সেখানে অন্য বান্ধবীদের সাথে মদ্যপান করে নন্দিনী। পরে রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা

Location :

Jhenaidah
মদ্যপানে শিক্ষার্থীর মৃত্যু
মদ্যপানে শিক্ষার্থীর মৃত্যু |প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকূপায় অতিরিক্ত মদ্যপানে নন্দিনী রানি সরকার (১৮) নামে ঢাকা মেডিক্যালের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। প্রতিমা বিসর্জন উপলক্ষে বেড়াতে বের হয়ে বান্ধবীদের সাথে মদ্যপান করে সে।

রোববার (৫ অক্টোবর) কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নন্দিনী রানি সরকার মানিকগঞ্জ সদর উপজেলার গিলোন্দ গ্রামের অনীল চন্দ্র সরকারের মেয়ে।

নিহতের দাদু সঞ্জয় কুমার সরকার জানান, গত ১৯ অক্টোবর নন্দিনী দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শৈলকূপার ভান্ডারী পাড়া গ্রামে আমার বাড়িতে বেড়াতে আসে। পরে দশমীর দিনে বান্ধবীদের সাথে প্রতিমা বিসর্জন উপলক্ষে বেড়াতে বের হয়। সেখানে অন্য বান্ধবীদের সাথে মদ্যপান করে নন্দিনী। পরে রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।