দুর্গাপূজা নিয়ে গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা : যশোর পুলিশ সুপার

‘পূজাকে কেন্দ্র করে যদি কেউ অপপ্রচার, গুজব ছড়ায়, সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি কিংবা সরাসরি পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
দুর্গাপূজা নিয়ে গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা : যশোর পুলিশ সুপার
দুর্গাপূজা নিয়ে গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা : যশোর পুলিশ সুপার |নয়া দিগন্ত

আসন্ন দুর্গাপূজা নিয়ে গুজব ছড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়ে যশোরের পুলিশ সুপার (এসপি) রওনক জাহান বলেছেন, ‘পূজাকে কেন্দ্র করে যদি কেউ অপপ্রচার, গুজব ছড়ায়, সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানি কিংবা সরাসরি পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এসপি রওনক জাহান জানান, যশোর জেলার ৭০৬টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে চারটি সেক্টরে স্ট্রাইকিং টিম গঠন করা হয়েছে। প্রতিটি থানায় বিশেষ টিম থাকবে, পাশাপাশি ৪০টি মোবাইল টিম ও ১৭২টি মোটরসাইকেল টিম মাঠে থাকবে। চলবে নিয়মিত তল্লাশি। পূজা উদযাপন পরিষদ ও স্থানীয় পরিচালনা কমিটির সাথে সমন্বয় করে পুলিশ কাজ করবে।’

তিনি বলেন, ‘অনেক সময় ছোটখাটো ঘটনা ধর্মীয় বিষয় হিসেবে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যে দেশব্যাপী গুজবে রূপ নেয়। এসব গুজব ঠেকাতে জেলা পুলিশের সাইবার ক্রাইম টিম সর্বদা মাঠে থাকবে। তারা ২৪ ঘণ্টা সাইবার নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবিব, ডিবির ওসি মঞ্জুরুল হক ভুঞা, ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান প্রমুখ।