জীবননগরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Jibannagar
জীবননগর থানা
জীবননগর থানা |ইন্টারনেট

চুয়াডাঙ্গার জীবননগরে পুকুরে ডুবে দেড় বছরের শিশু আব্দুর রহমান রতনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সুবলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রতন ওই গ্রামের দিনমজুর মো: মিন্টু মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে রতন বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। এক পর্যায়ে অসাবধানতাবশত: পুকুরে পড়ে যায় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন রতনের মা-বাবা।

জীবননগর পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আপিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি পরিবারের অসাবধানতাবশত: হয়েছে। শিশুদের ব্যাপারে সবার বাড়তি সতর্কতা থাকা উচিত।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনার ব্যাপারে খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাটি একটি দুর্ঘটনা। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।