কাঁঠালিয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈকতের নির্বাচনী প্রস্তুতি সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৩নম্বর আমুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বুধবার বিকেলে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Kathalia
কাঁঠালিয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈকতের নির্বাচনী প্রস্তুতি সভা
কাঁঠালিয়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈকতের নির্বাচনী প্রস্তুতি সভা |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৩নম্বর আমুয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বুধবার বিকেলে নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান আলোচক ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকত।

সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ–সভাপতি মো: মিজানুর রহমান আকন, সাবেক সিনিয়র সহ–সভাপতি জাকির হোসেন কিসলু সিকদার, সাবেক সহ–সভাপতি খাইরুল আলম খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান ফুল, মালয়েশিয়া শাখা স্বেচ্ছাসেবক দলের সহ–সভাপতি গোলাম কবির, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জিয়ামঞ্চ ও কাঠালিয়া নাগরিক ফোরামের সভাপতি মো: বাদল হাওলাদার, কৃষকদলের আহ্বায়ক আব্দুল মালেক তালুকদার, শ্রমিকদল সভাপতি জাকির হোসেন পান্না মুন্সি এবং মহিলাদল সভানেত্রী লীনা পারভীন। সভাপতিত্ব করেন কাঠালিয়া উপজেলা বিএনপির নেতা মজিবুল হক পান্না গোলদার। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা মো: পলাশ গোলদার।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় বিপুলসংখ্যক স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।