টাঙ্গাইলের ঘাটাইলে একটি ওয়ার্কশপে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ মে) রাত ১০টায় পৌরসভার কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষে উপজেলা গেটের পশ্চিম পাশে মুক্তিযোদ্ধা হালিম মার্কেটে যুথি বিথি ট্রেনিং সেন্টার অ্যান্ড ওয়ার্কসপে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এর সূত্রপাত ঘটে। ভয়াবহ এই আগুনে প্রায় এক কোটি টাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, দোকানটিতে কোনো অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। তবে ক্ষতির পরিমাণ কোটি টাকার মতো হবে।
ওয়ার্কশপের মালিক জিল্লুর রহমা জানান, তার দোকানে প্রায় দেড় কোটি টাকার বিভিন্ন ধরনের মালামাল ছিল। আগুনে সব পুড়ে গেছে।
দোকানে আগুনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: আবু আঈদ জানান, ফায়ার সার্ভিসের লোকজনের চেষ্টার কারণে আগুন নেভাতে সক্ষম হয়েছে। তবে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ জানা যায়নি।