আফজাল হোসেন

জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হবে

‘জামায়াত ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, মাদক নির্মূল করা হবে। এজন্য সকলকে জামায়াতে ইসলামী অর্থাৎ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।’

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

Location :

Kumarkhali
কুমারখালীর উপজেলার পান্টি ডিগ্রি কলেজ মাঠে গণমিছিল শেষে এক সমাবেশে আফজাল হোসেন
কুমারখালীর উপজেলার পান্টি ডিগ্রি কলেজ মাঠে গণমিছিল শেষে এক সমাবেশে আফজাল হোসেন |নয়া দিগন্ত

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসেন বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে এদেশের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হবে।’

তিনি বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, মাদক নির্মূল করা হবে। এজন্য সকলকে জামায়াতে ইসলামী অর্থাৎ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।’

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার কুমারখালীর উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি ডিগ্রি কলেজ মাঠে গণমিছিল শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জানা যায়, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রচারণার অংশ হিসেবে ওই গণমিছিল ও সমাবেশ করা হয়।

কুমারখালী উপজেলা জামায়াতের আমির আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুনুর রশিদের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য কামরুজ্জামান মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে পান্টি ইউনিয়নের জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মী ছাড়াও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।