নির্বাচনে কোনো বর্গির লাল চোখকে জনগণ পাত্তা দেবে না : জামায়াত প্রার্থী

অবাধ-সুষ্ঠু নির্বাচনে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে জনগণই তাদের রুখে দেবে বলে জানান আব্দুল মান্নান।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জামায়াত প্রার্থী
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জামায়াত প্রার্থী |নয়া দিগন্ত

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাস্টার আব্দুল মান্নান বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো বর্গির বড় বড় লাল চোখকে জনগণ পাত্তা দেবে না। অবাধ-সুষ্ঠু নির্বাচনে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করলে জনগণই তাদের রুখে দেবে।’

শনিবার (১৩ ডিসেম্বর) উজিরপুরের একটি রেস্টুরেন্টে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাস্টার আব্দুল মান্নান বলেন, ‘ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। জনগণের ভোটে নির্বাচিত হলে আমি দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থান নেব।’

তিনি বলেন, ‘শিক্ষা ব্যবস্থার নৈতিক উন্নয়ন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত, স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ নারীসহ সব ধর্মের অনুসারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেয়া হবে। একইসাথে জনগণের অধিকার আদায়ে জাতীয় সংসদে সোচ্চার ভূমিকা রাখবে জামায়াত।’

সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে তার অবস্থান জানতে চান। এ সময় তিনি চাঁদাবাজি, ভূমি দখল, প্রশাসনের জবাবদিহিতা, অমুসলিমদের নিরাপত্তা ও সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে করা প্রশ্নের জবাব দেন এবং এসব বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আশ্বাস দেন। এছাড়া তিনি সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

উপজেলা আমির আবদুল খালেকের সভাপতিত্বে ও সেক্রেটারি মো: খোকন সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অধ্যক্ষ মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আজম খান, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক সাইয়েদ আহমেদ খান, মিডিয়া বিভাগের সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, ওলামা ও ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা কাওসার হোসেন, উজিরপুর পৌর আমির মো: আল আমিন সরদা ও বড়াকোঠা ইউনিয়ন আমির আনোয়ার হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।