২৩ বছর কারাভোগের পর নতুন জীবনে দুলাল, ডিসি থেকে উপহার পেলেন দোকান

দুলালকে শুধু দোকান নয়, পাশাপাশি ব্যবসার জন্য প্রাথমিক মূলধন ও বসবাসের জন্য একটি বাড়িও উপহার দেয়ার আশ্বাস দিয়েছেন ডিসি।

Location :

Badalgachhi
ডিসি থেকে একটি মুদি দোকান উপহার পেয়েছেন দুলাল
ডিসি থেকে একটি মুদি দোকান উপহার পেয়েছেন দুলাল |সংগৃহীত

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর বদলগাছী উপজেলার বারাতৈল গ্রামের দুলাল হোসেন দীর্ঘ ২৩ বছর জেল খেটে অবশেষে চলতি বছরের ২ জুলাই মুক্তি পেয়েছেন। ২৫ বছর বয়সে এক হত্যা মামলায় যাবজ্জীবন সাজা হয় দুলালের। বর্তমানে তার বয়স ৪৮-এর কোঠায়।

দীর্ঘদিন জেল খেটে মুক্তি পাওয়ার পর সমাজে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে যেন অসুবিধা না হয়, সে লক্ষ্যে নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে দুলালের পুনর্বাসনের উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল আউয়ালের উদ্যোগে তাকে ‘মা-বাবার দোয়া স্টোর’ নামে একটি মুদি দোকান উপহার দেয়া হয়।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘আমাদের লক্ষ্য হলো জেল ফেরতরা যেন সমাজের বোঝা না হয়ে নতুন জীবন শুরু করতে পারেন। তাদের প্রতি ঘৃণা নয়, বরং সহানুভূতি ও সহযোগিতা প্রয়োজন।’

দুলালকে শুধু দোকান নয়, পাশাপাশি ব্যবসার জন্য প্রাথমিক মূলধন ও বসবাসের জন্য একটি বাড়িও উপহার দেয়ার আশ্বাস দিয়েছেন ডিসি।

স্থানীয়দের মতে, দীর্ঘ সাজাভোগের পর দুলালের জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। সমাজে পুনরায় নিজেকে গড়ে তোলার এই সুযোগে তিনি যেন আর কখনো অপরাধের পথে না ফেরেন, সে প্রত্যাশা সকলের।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, ওসি আনিসুর রহমান, ইউপি চেয়ারম্যান আল ইমরান এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।