জেএসএস (সন্তু গ্রুপের) বিরুদ্ধে অভিযোগ

খাগড়াছড়িতে যুব ফোরাম নেতা খুকু চাকমাকে গুলি করে হত্যা

প্রথমে খুকু চাকমাকে লক্ষ করে গুলি চালানো হয়, এতে তিনি পায়ে গুলিবিদ্ধ হন। পরে হামলাকারীরা তাকে জীবিত অবস্থায় তুলে নিয়ে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করে।

Location :

Ramgarh
পানছড়িতে যুব ফোরাম নেতা খুকু চাকমাকে গুলি করে হত্যা
পানছড়িতে যুব ফোরাম নেতা খুকু চাকমাকে গুলি করে হত্যা |নয়া দিগন্ত

খাগড়াছড়ি প্রতিনিধি ও রামগড় সংবাদদাতা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের (ডিওয়াএফ) এক কর্মী নিহত হয়েছেন।

রোববার (২৭ জুলাই) রাতে সংগঠনটির কেন্দ্রীয় দফতর সম্পাদক শ্যামল চাকমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গণতান্ত্রিক যুব ফোরামের। বিকাল ৩টার দিকে প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন বলে বিজ্ঞপ্তিতে দাবি করেছে সংগঠনটি।

তবে পুলিশ জানিয়েছে, তারা এ সম্পর্কিত কোন তথ্য জানেন না।

এ ঘটনার জন্য জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু লারমা গ্রুপকে দায়ী করেছেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা।

গণতান্ত্রিক যুব ফোরামের দফতর সম্পাদক শ্যামল চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, জনসংহতি সমিতির সন্তু গ্রুপের সশস্ত্র বাহিনীর গুলিতে খুকু চাকমা (৪১) নামে গণতান্ত্রিক যুব ফোরামের এক সদস্যকে নিহত হন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা এই হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খুকু চাকমা পানছড়ি উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে বন্ধুর সাথে দেখা করতে গেলে পিকলু চাকমার নেতৃত্বে জেএসএস সন্তু গ্রুপের ২০ জনের একটি সশস্ত্র দল তার ওপর গুলি বর্ষণ করে বলে বিবৃতিতে অভিযোগ করা হয়। এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে সন্ত্রাসীরা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করে চলে যায়।

খুকু চাকমার বাড়ি খাগড়াছড়ি জেলার কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিস্টান পাড়ায়।

এ ব্যাপারে জেএসএসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই বিষয়ে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসিম উদ্দিন জানান, এই সম্পর্কিত কোন তথ্য পুলিশের জানা নেই। কেউ কোন অভিযোগও দেয়নি। একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য যোগাযোগের চেষ্টা করছি। দুর্গম এলাকায় নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ সম্ভব হচ্ছে না।

এদিকে রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে উপজেলার দুর্গম করল্যাছড়ি সহ কয়েকটি এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেছে বলে জানায় একাধিক সূত্র। তবে প্রশাসন সহ কোন পক্ষই এর সত্যতা নিশ্চিত করেনি।