বগুড়ার অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও হিরোইনসহ তিন মাদককারবারীকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম মোস্তফাকে গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে বাসস্ট্যান্ডে সিটি ব্যাংকের সামনে থেকে ১০ পুরিয়া হিরোইনসহ নান্টু ও প্রীতমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার খানপুর ইউনিয়নের শালফা পূর্বপাড়া গ্রামের মরহুম আকবর আলীর ছেলে গোলাম মোস্তফা (৪৫), পৌরশহরের ঘোষপাড়া এলাকার অচ্যুত তরফদারের ছেলে বিষ্ণু কুমার তরফদার ওরফে নান্টু (৩৭) ও কর্মকারপাড়ার পরিমল রায়ের ছেলে প্রীতম রায় (৩৫)।
শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ভোরে এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধুনট রোড মোড়ের কাছে পশ্চিম পার্শ্বে আল-আরাফাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে মাদককারবারী গোলাম মোস্তফাকে ৭৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
অপরদিকে এএসআই ময়নুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে বাসস্ট্যান্ডে সিটি ব্যাংকের সামনে থেকে ১০ পুরিয়া হিরোইনসহ নান্টু ও প্রীতমকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।
আরো জানা গেছে, নান্টুর বিরুদ্ধে আদালতে ১১টি ও প্রীতমের বিরুদ্ধে দু’টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, তিনজনের মধ্যে দু’জন চিহ্নিত মাদককারবারি। আরেকজনকে এবার প্রথম গ্রেফতার করা হলো। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।