সাভারে কাভার্ড ভ্যানের চাপায় বৃদ্ধ নিহত

বিকেল সাড়ে ৪টার সময় ঢাকামুখী লেন পার হয়ে আরিচামুখী লেনে যাওয়ার সময় মহাসড়কের তিতাস গ্যাস অফিস সংলগ্ন শিমুলতলা বাসস্ট্যান্ডে দ্রুতগতির কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুর রহমান নিহত যান।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভারে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন
সাভারে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন |প্রতীকী ছবি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় আব্দুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান সাভার পৌর এলাকার উত্তর পাড়ার মরহুম ময়নাল হোসেনের ছেলে।

সাভার হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার সময় ঢাকামুখী লেন পার হয়ে আরিচামুখী লেনে যাওয়ার সময় মহাসড়কের তিতাস গ্যাস অফিস সংলগ্ন শিমুলতলা বাসস্ট্যান্ডে দ্রুতগতির কাভার্ড ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুর রহমান নিহত যান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

সার্জেন্ট শাহাদাৎ হোসেন নয়াদিগন্ত কে জানান, ময়নাতদন্ত শেষে রাতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।