জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লায় মানববন্ধন ও সমাবেশ করেছে কুমিল্লা মহানগর জামায়াত।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে নগরীর টাউনহলের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াতের কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল, কাউন্সিলার মোশাররফ হোসাই, নাছির আহমদ মোল্লা প্রমুখ।