মির্জাগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ১

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার কাঠালতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

Location :

Mirzaganj
গ্রেফতার মো: শাহাদাত (৪০)।
গ্রেফতার মো: শাহাদাত (৪০)। |নয়া দিগন্ত

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদাবাজ, দখলবাজ ও মাদক কারবারি মো: শাহাদাতকে (৪০) গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

বুধবার (৩০ জুলাই) দিবাগত রাতে উপজেলার কাঠালতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাহাদাত উপজেলার মাধবখালী ইউনিয়নের কাঠালতলী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, চাঁদাবাজ মো: শাহদাত ইউনিয়ন পরিষদের জামে মসজিদ থেকে ৫০০ কেজি মসজিদের রড নিয়ে যান এবং কাঠালতলী এলাকার সরোয়ার হোসেনের কাছ থেকে ৫০০০ টাকা চাঁদা নেন ও মাওলানা আমিনুল ইসলামের কাজ থেকে ৫০ হাজার চাঁদা দাবি করেন। এছাড়াও চৌকিদার হাবিবুর রহমানের মেয়ে খুশি আক্তারের দোকান থেকে মালামাল নিয়ে নেন। এ ঘটনায় একই এলাকার মাওলানা আমিনুল ইসলাম গত ২৪ জুলাই মির্জাগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে মির্জাগঞ্জের আর্মি ক্যাম্পের একটি বিশেষ টিম ও মির্জাগঞ্জ থানায় পুলিশের ফোর্স বিশেষ অভিযানে চালিয়ে কাঠালতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

‎মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানান, মসজিদের মালামাল নিয়ে যাওয়া ও বিভিন্ন জনের কাছে চাঁদা দাবির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।