ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক লাখ ১৭ হাজার ৮৯৩ জনকে টাইফয়েড ভ্যাকসিন দেয়া হবে বলে জানিয়েছে উপজেলা ইপিআই।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) টাইফয়েড প্রতিরোধে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এক সমন্বয় সভায় এ কথা জানানো হয়েছে।
এর আগে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে সারা দেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের বিনামূল্যে কনজুগেট টাইফয়েড ভ্যাকসিন (TCV) দেয়া হবে। শিশুদের টিকা প্রদানের জন্য অভিভাবকদের vaxepi.gov.bd ওয়েবসাইটে ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করে টিকা কার্ড সংগ্রহ করতে হবে।
টিকাদান কার্যক্রম পরিচালিত হবে শিক্ষা প্রতিষ্ঠান ও নিয়মিত ইপিআই টিকাদান কেন্দ্রগুলোতে।
স্বাস্থ্য কর্মকর্তারা জানান, এক ডোজ টিকাই যথেষ্ট এবং এর মাধ্যমে প্রায় ৮৫ শতাংশ শিশুকে টাইফয়েড জ্বর থেকে সুরক্ষা দেয়া সম্ভব হবে।
সভায় আরো জানানো হয়, টাইফয়েড হলো সালমোনেলা টাইফি নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট একটি ব্যাকটেরিয়াজনিত ভয়াবহ রোগ। এটি মূলত দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়। বর্তমানে এই ব্যাকটেরিয়া অনেক অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে উঠছে, ফলে টিকা গ্রহণ এখন সময়ের দাবি।
উপজেলা স্বাস্থ্য বিভাগ এ উপজেলায় বসবাসরত অভিভাবকদের সন্তানদের নিবন্ধন করে নির্ধারিত সময়ে টিকা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসাইন।
এ সময় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন নিয়ে মূল আলোচনা তুলে ধরেন ঈশ্বরগঞ্জ হাসপাতালের এমও-ডিসি ডা: মিনহাজুল ইসলাম।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, চরনিখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মস্তোফা, মেডিক্যাল টেকনোলজিস্ট (ইপিআই) ইলিয়াস খান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুক্তা আক্তার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো: আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।