গাজীপুরে গ্রেফতারকৃত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে সুরভীর মুক্তির দাবিতে আদালত এলাকায় বিক্ষোভ করেছে অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতা।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৫ জানুয়ারি) গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২-এর আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহদী এ রিমান্ড আদেশ দেন।
জানা গেছে, ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা একটি মামলায় গত ২৪ ডিসেম্বর দিবাগত রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করে যৌথবাহিনীর সদস্যরা। সোমবার পুলিশ তাকে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২-এর আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড প্রার্থনা করে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
এদিকে, সুরভীকে আদালত থেকে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় সুরভী জানান, কোনোপ্রকার তদন্ত ছাড়া অন্যায়ভাবে তার রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
রিমান্ডের শুনানি চলাকালে আদালত চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির সদস্যরা জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন।
সুরভীর আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান জানান, ‘এটি একটি মিথ্যা মামলা। আমাদের প্রতি অন্যায় করা হয়েছে। আমরা রিভিশন করব। ইনশাআল্লাহ, আমরা ন্যায়বিচার পাব এবং তিনি জেল থেকে মুক্তি পাবেন।’
উল্লেখ্য, গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় সুরভীসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার নাঈমুর রহমান দুর্জয়।



