মিরসরাইয়ে ৬০ কোটি ৯৫ লাখ টাকার বাজেট ঘোষণা

সোমবার (৭ জুলাই) পৌরসভার সম্মেলন কক্ষে ৬০ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ১৬৭ দশমিক ৯৮ টাকার বাজের ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সোমাইয়া আক্তার।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
বারৈয়ারহাট পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠান
বারৈয়ারহাট পৌরসভার বাজেট ঘোষণা অনুষ্ঠান |নয়া দিগন্ত

চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য বাজেট ঘোষানা করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) পৌরসভার সম্মেলন কক্ষে ৬০ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ১৬৭ দশমিক ৯৮ টাকার বাজের ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সোমাইয়া আক্তার।

এ সময় পৌর কর্মকর্তা নুরুল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা, নির্বাহী প্রকৌশলী সমর মজুমদার।

এ সময় পৌরসভা কমিটির সদস্য উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাভ চন্দ্র রায়, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরাফ আফরোজ, সমবায় কর্মকর্তা দিবাকর দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সোমাইয়া আক্তার বলেন, ‘বারইয়ারহাট পৌরসভায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আরসিসি সড়ক, ড্রেনসহ বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পৌরসভার নয়টি ওয়ার্ডে মশা নিধনে ওষুধ ছিটানো কার্যক্রম ও দরিদ্র শ্রেণির পরিবার গুলোকে স্বাবলম্বী করে তোলার প্রকল্প চলমান রয়েছে। আগামী অর্থ বছরে এসব কার্যক্রম আরো জোরদার করা হবে।’