টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় ১০ দলীয় জোটের হয়ে লড়বেন যিনি

সোমবার (২৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো: আরিফুর রহমান তুহিন।

রনী আহমেদ, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

Location :

Kotalipara
আরিফুল দাড়িয়া
আরিফুল দাড়িয়া |সংগৃহীত

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের পক্ষে শাপলা কলিতে লড়বেন আরিফুল দাড়িয়া।

সোমবার (২৯ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মো: আরিফুর রহমান তুহিন।

তিনি জানান, ‘আগ্রাসনবিরোধী আন্দোলনে অন্যতম ভূমিকা রেখেছেন মো: আরিফুল দাড়িয়া। তিনি সীমান্তে হত্যা বন্ধে সরকারের উদ্যোগ গ্রহণের দাবিতে টানা দুই মাস অবস্থান কর্মসূচি পালন করেছেন।’

তুহিন আরো বলেন, ‘জুলাই আন্দোলনে আরিফ আমাদের সামনে থেকে লড়াই করেছেন। জীবনকে বাজি রেখেছেন। সবচেয়ে বড় কথা, গোপালগঞ্জে তিনি এনসিপিকে দাঁড় করিয়েছেন এবং সেখানকার মানুষদের বোঝাতে সক্ষম হয়েছেন যে আওয়ামী লীগ একটা সন্ত্রাসী ও ফ্যাসিবাদের নাম।’