তারেক রহমানকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হতে হবে : সরফুদ্দিন সান্টু

উজিরপুরের সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে এক আলোচনা সভায় সরফুদ্দিন সান্টু নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনা করেন।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)
সরকারি ডাব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে এক আলোচনা সভায় সরফুদ্দিন সান্টু
সরকারি ডাব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে এক আলোচনা সভায় সরফুদ্দিন সান্টু |নয়া দিগন্ত

শুধু আমাকে নয়, তারেক রহমানকে বিজয়ী করার লক্ষ্যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে এক আলোচনা সভায় নেতাকর্মীদের এ আহ্বান জানান তিনি।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন দিক-নির্দেশনামূলক আলোচনা করেন তিনি।

উপজেলা যুবদলের আহ্বায়ক আ ফ ম সামসুদ্দোহা আজাদ ও পৌর যুবদলের আহ্বায়ক মো: শাহাবুদ্দিন আকন সাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো: হুমায়ুন খান, পৌর বিএনপির সভাপতি মো: শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো: রোকনুজ্জামান টুলু।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপিসহ সকল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানা যায়, অনুষ্ঠানকে সফল করার লক্ষ্যে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হতে থাকে। একপর্যায়ে সভাস্থল জনসমুদ্রে রূপ নেয় এবং লাখো জনতার সমাগম হয়।