মালদ্বীপের রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন মো: সালিমের (৪৭) পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হাইকমিশন।
সোমবার (১০ নভেম্বর) আহত সালিমের খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান হাইকমিশনার ড. নাজমুল ইসলাম।
এ সময় তিনি গুরুতর আহত প্রবাসী সালিমের চিকিৎসার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকের সাথে আলোচনা করেন। তাদের পরামর্শ অনুযায়ী প্রবাসী বাংলাদেশী সালিমের উন্নত চিকিৎসার জন্য দেশে ফিরে যেতে হাইকমিশনের পক্ষ থেকে তাকে ফ্রী ট্রাভেল পারমিট ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে একটি বিমান টিকিট দেয়া হয়।
উল্লেখ্য, একটি নির্মাণাধীন ভবনের নয় তলায় রংয়ের কাজ করার সময় নিচে পড়ে কোমর ও এক পা অকেজো হয়ে যায় সালিমের। দেশটিতে তার বৈধ কোনো মালিকানা না থাকায়, চিকিৎসার ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। বৈধ কোনো পাসপোর্ট না থাকায় দেশেও ফিরতে পারছিলেন না তিনি। বেশকিছু দিন ভবনের মালিক চিকিৎসার খরচ বহন করলেও বর্তমানে তারা চিকিৎসার খরচ বহনে অপারগতা জানান।
এমতাবস্থায় সালিমের উন্নত চিকিৎসার জন্য দেশে ফিরে যেতে বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা চেয়েছিলেন বলে জানিয়েছেন মিশনের কল্যাণ সহকারী মো: জসিম উদ্দিন।
সালিমের সহকর্মী মো: শরীফ উল্লাহ বলেন, ‘প্রবাসী সালিম গত আট বছর যাবত মালদ্বীপের বিভিন্ন নির্মাণাধীন কোম্পানিতে অবৈধভাবে কাজ করতেন। দুর্ঘটনাবশত দু’মাস আগে কাজ করা অবস্থায় নয় তলার ছাদ থেকে পাঁচ তলার ফ্লোরে পড়ে গুরুতর আহত হন। এখন তার উন্নত চিকিৎসা করানো প্রয়োজন। তাই আমরা হাইকমিশনের সহযোগিতা চেয়েছি। হাইকমিশনার স্যার আমাদের সহযোগিতাও করেছেন।



