নাটোরের নলডাঙ্গা উপজেলার মিনি কক্সবাজার খ্যাত হালতির বিলের মধ্যে পাটুল-খাজুরিয়ার ৬ কিলোমিটার রাস্তার উপরে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করেছে জামায়াত ইসলামের নেতাকর্মীরা। বন্যার পানি নেমে যাওয়ায় রাস্তার উপরে কচুরিপানা জমে চলাচলের অযোগ্য হয়ে উঠে। ফলে সাধারণ মানুষসহ যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়। এছাড়া এটি একটি পর্যটন এলাকা হওয়ার কারণে পর্যটকদের রাস্তা চলাচলে সমস্যার সৃষ্টি হয়। জামায়াতের এ কর্মসূচিতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
শুক্রবার (২৮ নভেম্বর) নলডাঙ্গা উপজেলা জামাতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
স্থানীয়রা জানায়, রাস্তাটি পরিষ্কারের পর সাধারণ মানুষসহ যানবাহন ও ঘুরতে আসা পর্যটকরা সহজেই চলাচল করতে পারবে। জামায়াতের কাজটি প্রশংসনীয়।
উপজেলা জামায়াতের আমির মো: আব্দুর রব মৃধার সভাপতিত্বে রাস্তা পরিষ্কারের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন (সদর-নলডাঙ্গা) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মো: ইউনুস আলী, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মো: দেলোয়ার হোসেন খান, জেলা সহকারী সেক্রেটারি মো: আতিকুর রহমান রাসেল, নলডাঙ্গা থানা সেক্রেটারি ডা: মো: ফজলুর রহমানসহ উপজেলা জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক শ’ নেতাকর্মী অংশগ্রহণ করেন।



