যবিপ্রবিতে ফিজিওথেরাপি বিষয়ক প্রথম ন্যাশনাল কনফারেন্স

‘আমাদের দেশের স্বাস্থ্য খাতটি বিভিন্নভাবে অবহেলিত ও নানা সমস্যায় জর্জরিত। দেশের বেশিরভাগ লোকই গরিব এবং গ্রামে বসবাস করায় তারা সঠিকভাবে সঠিক সময়ে স্বাস্থ্যসেবা পাচ্ছে না।’

এম আইউব, যশোর অফিস

Location :

Jessore Sadar
যবিপ্রবিতে ফিজিওথেরাপি বিষয়ক প্রথম ন্যাশনাল কনফারেন্স
যবিপ্রবিতে ফিজিওথেরাপি বিষয়ক প্রথম ন্যাশনাল কনফারেন্স |নয়া দিগন্ত

বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব ও প্রয়োগের খাত এবং প্রয়োগের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও সমাধানের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা ও কর্মদক্ষতা অর্জনের লক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেইশন (পিটিআর) বিভাগের আয়োজনে ‘প্রভেশন অফ অ্যাভিডেন্স-বেইজড ফিজিওথেরাপি থ্রু মাল্টিডিসিপ্লিনারি হেলথকেয়ার ইন বাংলাদেশ’ শীর্ষক প্রথম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) কেন্দ্রীয় গ্যালারিতে এই ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করে যবিপ্রবির পিটিআর বিভাগ। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তৃতায় ভিসি বলেন, ‘আমাদের দেশের স্বাস্থ্য খাতটি বিভিন্নভাবে অবহেলিত ও নানা সমস্যায় জর্জরিত। দেশের বেশিরভাগ লোকই গরিব এবং গ্রামে বসবাস করায় তারা সঠিকভাবে সঠিক সময়ে স্বাস্থ্যসেবা পাচ্ছে না। আমাদের স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট বিষয় গুরুত্বসহকারে সকলকে দেখতে হবে এবং সঠিক রোগীকে সঠিক সময়ে গুণগতমান সম্পন্ন সেবা নিশ্চিত করতে হবে যার জন্য সকল পেশাজীবীকে নিজ নিজ অবস্থানে থেকে আরো আন্তরিক হতে হবে। আর গুণগতমান সম্পন্ন সেবা নিশ্চিতের লক্ষ্যে সবাইকে যার যার অবস্থানে কর্মদক্ষতা অর্জন করতে হবে।’

সেমিনারে প্রধান বক্তা ছিলেন সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অফ দ্যা প্যারালাইজড-সিআরপির বিএইচপিআই ও নির্বাহী পরিচালক অধ্যাপক ড. সোহরাব হোসেন। সেমিনারে আরো বক্তৃতা করেন অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন, বিবিপিএমএম’র সভাপতি ডা: মোহাম্মাদ শাহাদাত হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা: সৈয়দ কামরুল ইসলাম ও স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা: শেখ ছাইদুল হক। সভাপতিত্ব করেন পিটিআর বিভাগের চেয়ারম্যান ডা: এহসানুর রহমান।

কনফারেন্সের প্রথম পর্বে শুরু হয় প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন শেষে বিকেলে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪টার দিকে কনফারেন্সে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান ও প্রেজেন্টেশনে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থাপন করেন পিটিআর বিভাগের প্রভাষক ডা: কাজী এমরান হোসেন।